জাতীয় লিগে প্রথম রাউন্ডের চমক সুমন

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
১৩ অক্টোবর শেষ হয়েছে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড। এই রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ঢাকা বিভাগের বিপক্ষে দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন এই বাঁহাতি স্পিনার।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ছিল তাইজুলের ২০তম পাঁচ উইকেট। ৬৯.২ ওভার বোলিং করে ২১.৮৮ গড়ে ৯ উইকেট নেন রাজশাহী বিভাগের এই স্পিনার।

চমক দেখিয়েছেন ঢাকা বিভাগের তরুণ পেসার সুমন খান। নিজের তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ। নতুন বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। দুই ইনিংসে ৪২ ওভার বোলিং করে মাত্র ১০.১৪ গড়ে ৭ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ডানহাতি এই পেসার।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ঢাকা মেট্রোর অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি। দুই ইনিংসে ৫৮.৫ ওভারে ২৩.০০ গড়ে ৭ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। যেখানে এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি সানির ১৯তম পাঁচ উইকেট।
এক ইনিংসেই ছয় উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৪ রান খরচায় ৬ উইকেট তুলে নেন বরিশালের এই পেসার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি তিনি। সর্বমোট ৩৪ ওভার বল করে ৯.৮৩ গড়ে ৬ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন তিনি।
সমসংখ্যক ৬ উইকেট নিয়ে পঞ্চম স্থানে ঢাকা মেট্রোর অফ স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ৩৯ ওভার বোলিং করে ১৩.৩৩ গড়ে উইকেট নিয়েছেন তিনি।