এক ইনিংসেই সবার উপরে ইমরুল

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত শুরু করেছেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। এক ইনিংস ব্যাটিং করেই প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক খুলনা বিভাগের টপ অর্ডার এই ব্যাটসম্যান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি তুলে নেন ইমরুল। ৩১৯ বলে ২০২ রানের অপরাজিত ইনিংসটি জাতীয় লিগে ইমরুলের প্রথম ডাবল সেঞ্চুরি। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে আরও একটি ডাবল সেঞ্চুরি আছে তাঁর। ১৯ চার এবং ৬ ছক্কায় সাজানো এই ইনিংসেই প্রথম রাউন্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল।

ঢাকা বিভাগের হয়ে দারুণ ব্যাটিং করে রাজশাহী বিভাগের বিপক্ষে দুটি ৮৮ রানের ইনিংস খেলেন তাইবুর রহমান। ১৭৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে অল্পের জন্য ছুঁতে পারেননি সেঞ্চুরি, ৯০ রান করে আউট হন তাসামুল হক। দ্বিতীয় ইনিংসে করেন ৫৩ রান। দুই ইনিংসে দুই হাফ সেঞ্চুরির সুবাদে ১৪৩ রান নিয়ে তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম বিভাগের মিডল অর্ডার এই ব্যাটসম্যান।
অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলামের দৃঢ়তায় ম্যাচ বাঁচাতে পেরেছিল রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম রাউন্ডে এক হাফ সেঞ্চুরি করে রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছে ডানহাতি এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৪০* রানের সুবাদে সর্বমোট ১০৪ রান নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন জহুরুল।
পঞ্চম স্থানে আছেন রাজশাহী বিভাগের মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর জাতীয় লিগে খেলতে নেমে প্রথম ইনিংসে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৭৫ রান, দ্বিতীয় ইনিংসে আউট হন ২১ রান তুলতেই। দুই ইনিংস মিলিয়ে ৯৬ রান করেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।