নতুন পয়েন্ট পদ্ধতিতে শীর্ষে খুলনা-বরিশাল

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ। প্রথম স্তরে ৪.০১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে খুলনা এবং দ্বিতীয় স্তরে ৯.৫ পয়েন্ট নিয়ে বরিশাল।
চলমান প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে ম্যাচের ফলাফল এসেছে মাত্র একটি ম্যাচে। সিলেট বিভাগকে ইনিংস এবং ১৩ রানে হারিয়েছে বরিশাল বিভাগ। বাকি তিনটি ম্যাচই দেখেছে ড্রয়ের মুখ।
ড্র ম্যাচের জন্য প্রত্যেক দলই পেয়েছে ২ পয়েন্ট করে। কিন্তু এবারের জাতীয় লিগের নতুন পয়েন্ট বণ্টন পদ্ধতিতে বোনাস পয়েন্ট যোগ হয়েছে দলগুলোর মূল পয়েন্টের সঙ্গে। যে কারণে প্রথম স্তরে এগিয়ে আছে খুলনা।

নতুন নিয়মে প্রথম ইনিংসে ১০০ ওভারে ২৫০ রানের বেশি প্রতি রানের জন্য ০.০১ পয়েন্ট পেয়েছে দলগুলো। খুলনা প্রথম ইনিংসে ১০০ ওভারে ৩০১ রান করলে বাড়তি ৫০ রানের জন্য ০.৫১ যোগ হয় তাদের নামের পাশে।
আবার বোলিংয়ে প্রথম ইনিংসে ১০০ ওভারে ৫ উইকেট নেওয়ার জন্য ০.৫ পয়েন্ট, ৭ উইকেটের জন্য ১ পয়েন্ট এবং নয় বা তার বেশি উইকেটের জন্য ১.৫ পয়েন্ট যোগ হয়েছে দলগুলোর নামের পাশে। সেই হিসেবে রংপুর বিভাগকে ১০০.১ ওভারেই অলআউট করেছে খুলনা। সেখানে ১.৫ পয়েন্ট পেয়েছে দলটি। এই বোনাস পয়েন্ট প্রথম ইনিংসের জন্যই প্রযোজ্য।
বোনাসসহ খুলনা ৪.০১ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে আছে। একই নিয়মে প্রথম স্তরে ৩.৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে ঢাকা এবং রাজশাহী বিভাগ। ২.৫ পয়েন্ট নিয়ে রংপুর বিভাগ আছে চতুর্থ স্থানে।
দ্বিতীয় স্তরে ম্যাচ জিতে শীর্ষে বরিশাল। সিলেট বিভাগকে ইনিংস ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচ জেতায় নতুন নিয়মে ৮ পয়েন্ট পেয়েছে দলটি। সঙ্গে প্রথম ইনিংসে সিলেটকে ৪৩.১ ওভারে অলআউট করে পেয়েছে বোনাস ১.৫ পয়েন্ট। সব মিলিয়ে বরিশালের পয়েন্ট ৯.৫।
বরিশালের পর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম বিভাগ। ২.৯৯ নিয়ে তৃতীয় স্থানে ঢাকা মেট্রো এবং ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিলেট বিভাগ।