বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন গাঙ্গুলি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি হতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতীয় বোর্ডের নানা নাটকীয়তা শেষে সভাপতি পদের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।
সোমবার (১৪ অক্টোবর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। যদিও এখন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেননি গাঙ্গুলি। তবে ধারণা করা হচ্ছে, শেষ দিনই সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দেবেন তিনি।

ভারতীয় বোর্ডের সভাপতি পদের একক প্রতিদ্বন্দ্বী গাঙ্গুলি। আগামী ২৩ অক্টোবর (বুধবার) ভারতীয় বোর্ডের নির্বাচন হতে যাচ্ছে। সেখানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
যদিও প্রথমে এন শ্রীনিবাসন সমর্থিত ব্রিজেস প্যাটেলের সভাপতি হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। তিনিও ভারতের সাবেক ক্রিকেটার এবং কর্নাটকা ক্রিকেট সংস্থার প্রধানের পদ দীর্ঘদিন ধরে সামলেছেন। কিন্তু রবিবার, বোর্ড সভায় গাঙ্গুলির নামই প্রস্তাব করেছেন সিংহভাগ কর্তারা।
শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় সভাপতি পদ থেকে নাম সরিয়ে নেন ব্রিজেস প্যাটেল। আইপিএলের নতুন চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ হতে যাচ্ছেন নতুন সেক্রেটারি। অরুণ সিং ধুমাল, বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই হতে যাচ্ছেন নতুন কোষাধ্যক্ষ।