promotional_ad

প্রথম বিভাগ ক্রিকেটে রূপগঞ্জ-অগ্রণী ব্যাংকের জয়

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রথম বিভাগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  ‘সি’ গ্রুপের এবং ‘ডি’ গ্রুপের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এদিন। ‘সি’ গ্রুপের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও র‍্যাপিড ফাউন্ডেশন এবং ‘ডি’ গ্রুপ থেকে ঢাকা ক্রিকেট একাডেমি ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব জয় নিয়ে মাঠ ছেড়েছে।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চারটি মাঠে অনুষ্ঠিত হয়েছে ম্যাচগুলো।  ‘সি’ গ্রুপে আজিম ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে ওমর ফরহাদের ৭৯, ওমর ফারুকের ৪২ এবং শরিফুল ইসলামের ৩১ রানের সুবাদে ৬ উইকেটে ১৭০ রান করে আজিম ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংকের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম এবং রনি ইসলাম।


জবাবে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন জাকিরুল আহমেদ জিম। এ ছাড়া অপরাজিত ৪৭ রান করেন মোহাম্মদ জাহিদ জাবেদ। আজিম ক্রিকেট ক্লাবের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মোহাম্মদ ইসহাক।



promotional_ad

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে র‍্যাপিড ফাউন্ডেশনকে ১০৭ রানের লক্ষ্য দেয় মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান করে দলটি। আব্দুল মমিন দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন। র‍্যাপিড ফাউন্ডেশনের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন আবু হাশিম। 


রান তাড়ায় মোহাব্বত হোসেন রোমানের অপরাজিত ৫৬ রানের ইনিংসে ১৩.৩ ওভারেই জিতে যায় র‍্যাপিড ফাউন্ডেশন। স্বল্প রানের লক্ষ্যে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। 


‘ডি’ গ্রুপের ম্যাচে পূর্বাচল স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। পূর্বাচলের দেয়া ১২৭ রানের লক্ষ্যে ৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় রূপগঞ্জের। পূর্বাচলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন আশরাফুল হোসেন। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফিরোজ মাহমুদ। ব্যাটে হাতে রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন আহমাদুল কবির। তবে অবদান রেখেছেন দলের সব ব্যাটসম্যানই। পূর্বাচলের বোলার মোহাম্মদ সুমন সর্বোচ্চ ২ উইকেট নেন।


একই গ্রুপের আরেকটি ম্যাচে উদয়াচলের বিপক্ষে ৮০ রানের বড় ব্যবধানে জয় পায় ঢাকা ক্রিকেট একাডেমি। আগে ব্যাটিং করে উদয়াচলকে ১৩৯ রানের লক্ষ্য দেয় ঢাকা ক্রিকেট একাডেমি। জবাবে ৫৮ রানেই গুটিয়ে যায় দলটি।



ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জালাল উদ্দিন। উদয়াচলের বোলার আহমেদ আবেদুল হক সর্বোচ্চ ৩ উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট পান সোহাগ রেজা এবং মনিরুল ইসলাম। উদয়াচলের ৫৮ রানের মধ্যে সর্বোচ্চ ১১ রান করেন সাদিকুর রহমান। ঢাকার হয়ে সবচেয়ে বেশি ৫ উইকেট নেন মাসুদ পারভেজ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball