ফল না আসার জন্য দায়ী মিরপুরের উইকেট!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সন্তুষ্ট নন চট্টগ্রাম বিভাগের প্রধান কোচ আফতাব আহমেদ। ঢাকা মেট্রোর বিপক্ষে জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচ ড্র হওয়ার পেছনে মিরপুরের উইকেটকেই দায়ী করছেন জাতীয় লিগে কোচ হিসেবে অভিষেক হওয়া আফতাব।
এবারের জাতীয় লিগের উইকেট বিগত আসরগুলোর তুলনায় ভালো হবে, আশ্বাস দিয়েছিলেন বিসিবি কর্তারা। কিন্তু মিরপুরের উইকেট থেকে বোলাররা তেমন সুবিধা পায়নি বলে মনে করেন তামিম ইকবাল, মুমিনুল হকদের কোচ।

উইকেটের কারণে নতুন বলের সুবিধা নিতে পারেননি দুই দলের পেসাররা। ম্যাচটির স্কোরকার্ডে তাকালে সেটার প্রমাণ মিলেছে। চারদিনের এই ম্যাচে ২৫ উইকেট হারিয়েছে দুই দল, যেখানে স্পিনাররা নিয়েছেন ১৮ উইকেট। পেসাররা শুরুতে উইকেট এনে দিতে না পারায় ম্যাচে ফলাফল আসেনি, মতামত আফতাবের।
ম্যাচ শেষে বাংলাদেশের এই ব্যাটসম্যান বলেন, ‘অবশ্যই উইকেট ফলাফল হওয়ার মতো ছিল না। রাজশাহীর উইকেট কিন্তু সিমিং। সেখানে পেসাররা পাঁচটা, ছয়টা করে উইকেট পেয়েছে। যদি ফলাফল আসতে হয়, তাহলে উইকেট অনেক বড় ভূমিকা রাখে। এই উইকেট যদি ঘাসের হতো, তাহলে এখানেও ফলাফল আসার সম্ভাবনা থাকত।’
শুধু উইকেট নয়, বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিনের এক সেশনের বেশি ভেস্তে যায়। প্রথম দিন খেলা হয় ৫১ ওভার। সেখানেই ফলাফল থেকে পিছিয়ে যায় দুই দল। তবে বারবারই উইকেটকে দায়ী করেছেন আফতাব।
তাঁর ভাষায়, ‘আমি যেটা বললাম আমাদের প্রথম দিনের অর্ধেক দিনই খেলা হয়নি। আর উইকেট অনেক বড় একটা ইস্যু। উইকেট ভালো হলে আমরা দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারতাম। তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো। যেহেতু উইকেটের সাহায্য আরেকটু দরকার ছিল, সেই জন্য ফলাফলের দিকে যাওয়া সম্ভব হয়নি।’
ঢাকা মেট্রো এবং চট্টগ্রামের বিভাগের এই ম্যাচে তিন ইনিংস খেলা হয়েছে। প্রতি দুই ইনিংসে একশ ওভারের বেশি খেলা হয়েছে। তৃতীয় ইনিংসে ৭৫ ওভার খেলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।