রাগ ঝারতে গিয়ে ইনজুরিতে মার্শ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ড্রেসিং রুমের দেয়ালে হাত দিয়ে আঘাত করে ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট এসোসিয়েশনের (ওয়াকা) মাঠে ম্যাচের শেষ দিনের প্রথম ওভারেই আউট হন মার্শ। তাসমানিয়ার পেসার জ্যাকসন বার্ডের বলে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন ৫৩ রান করা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

সাজঘরে ফিরে নিজের ক্ষোভ ঝারতে যান মার্শ। দেয়ালে সজোরে ঘুষি মেরে বসেন ডানহাতি এই ব্যাটসম্যান। এতে ডানহাতে মারাত্মক চোট পান ২৭ বছর বয়সী মার্শ। তাঁর মাঠে ফেরার বিষয়টি চলতি সপ্তাহের শেষের দিকে জানা যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়াকা কর্তৃপক্ষ।
ওয়াকা এক বিবৃতিতে বলেছে, ‘দিনের শুরুতে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে দেয়ালে আঘাত করে মার্শ, এতে ইনজুরিতে পড়েছে সে। তার ইনজুরি এবং মাঠে ফেরার ব্যাপারে এই সপ্তাহের শেষের দিকে পুনরায় তদন্তের পর জানা যাবে।’
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ শুরু হবে আগামী শুক্রবার (১৮ অক্টোবর)। ভিক্টোরিয়ার বিপক্ষে এই ম্যাচে মার্শের না থাকার সম্ভাবনাই বেশি।
অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে ডাক পান এই অলরাউন্ডার। দুর্দান্ত বোলিংয়ে নিজের ফিরে আসার জানান দেন তিনি। এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নেন তিনি। কিন্তু ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ১৭ এবং দ্বিতীয় ইনিংসে ২৪ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। ইনজুরির কারণে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকতে হতে পারে মার্শকে, এতে অজি নির্বাচকদের দৃষ্টিতেও থাকাটাও কঠিন হয়ে যাবে তাঁর জন্য।