promotional_ad

নিজেকে বদলে সফল সাইফ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন সাইফ হাসান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলা এই টপ অর্ডার এই ব্যাটসম্যান জানিয়েছেন ফিটনেসে পরিবর্তন এই সফলতা পেয়েছেন তিনি।


লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচে ৫১.৩৩ গড়ে ১৫৪ রান করেছেন তিনি। গত ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দুর্দান্ত ফর্মে ছিলেন সাইফ। ১৬ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ তাঁর ব্যাট থেকে আসে ৮১৪ রান। এই রানের ধারা অব্যাহত রেখেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁর মতে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেই সফল হয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘ফিটনেস কোচের সঙ্গে আলাদা করে কাজ করেছি। এগুলো অনেক সাহায্য করেছে আমাকে। যে সময়টা পেয়েছিলাম, তখন অনুশীলন করেছি। সুযোগটাকে যতদূর কাজে লাগানো সম্ভব সেটাই করেছি। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি। এগুলোই আমাকে অনেক বেশি সাহায্য করেছে।’


প্রিমিয়ার লিগের গত চার আসরে নিয়মিত খেলছেন সাইফ। তবে সর্বশেষ আসরটি স্বপ্নের মতো কেটেছে তাঁর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে কোনো দলে জায়গা জায়গা হয়নি সাইফের। সেই জেদ থেকেই নিজেকে আমূল বদলে ফেলেছেন সাইফ। 


সাইফের ভাষ্যমতে, ‘এ নিয়ে ৪ বছর হলো প্রিমিয়ার লিগ খেললাম। প্রথমবার থেকেই খুব ভালো হচ্ছিলো, গড় ভালো ছিল। এবার আরও ভালো হয়েছে। প্রিমিয়ার লিগের আগে যখন বিপিএল হচ্ছিলো, তখন দলে ছিলাম না। তো সেখান থেকেই অনেক পরিশ্রম করেছি। বিশেষ করে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করেছি।’
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball