মনির-তানভিরের ঘূর্ণিতে বরিশালের বড় জয়

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে সিলেট বিভাগকে ইনিংস এবং ১৩ রানের ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ। এই জয়ের ফলে জাতীয় লিগের এবারের আসরে শুভ সূচনা পেয়েছে ফজলে মাহমুদ রাব্বির দল।
নিজেদের প্রথম ইনিংসে কামরুল ইসলাম রাব্বির তোপে মাত্র ৮৬ রানে অল আউট হয়ে যায় সিলেট। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৩১ রান তুলে ইনিংস ঘোষণা দেয় বরিশাল। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মনির হোসেন এবং তানভির ইসলামের ঘূর্ণিতে সিলেটের ইনিংস গুটিয়ে গেছে ১৩২ রানে।
২ উইকেট হারিয়ে ২৭ রান করে তৃতীয় দিন শেষ করেছিল সিলেট। চতুর্থ দিনের শুরুতেই আউট হয়ে গেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন (১১) এবং এনামুল হক জুনিয়র (১১)। জাকির হাসানও ১১ রান করে আউট হয়েছেন।

অধিনায়ক অলক কাপালি দলের বিপর্যয় সামাল দিতে ব্যর্থ হয়েছেন জাকের আলী এক প্রান্ত আগলে রেখে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাঁকে আর কেউ সঙ্গ দিতে পারেনি। সিলেটের শেষ চার ব্যাটসম্যানই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। এর ফলে দলটির ইনিংস গুটিয়ে যায় ১৩২ রানে।
বরিশালের দুই বাঁহাতি স্পিনার তানভির এবং মনির সিলেটের ইনিংস গুড়িয়ে দিতে বড় অবদান রেখেছেন। তানভির ২৯ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। মনির ২১ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট পেয়েছেন নুরুজ্জামান। ১টি উইকেট পেয়েছেন তৌহিদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: (আগের দিন ৬৮/৩) ৪৩.১ ওভারে ৮৬ (জাকির ৩২, কাপালী ১৮; রাব্বি ৬/২৪, নুরুজ্জামান ৩/০)
বরিশাল ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ২৩১/৮ (ইনিংস ঘোষণা) (শাহরিয়ার ৬৩, রাফসান ৩৩, মাহমুদ ৭০; রেজাউর ৩/৭৪, কাপালি ২/???৫)
সিলেট ২য় ইনিংস: ৬৩.৫ ওভারে ১৩২/১০ (ইমতিয়াজ ১৪, রাহাতুল ১১, জাকের ৪৫*; নুরুজ্জামান ২/৩২, তোহিদুল ১/১৩, তানভির ৪/২৯, মনির ৩/২১)