সুমনের বোলিং তোপে ঢাকার বড় লিড

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
তাইবুর রহমান এবং রকিবুল হাসানের হাফ সেঞ্চুরিতে রাজশাহী বিভাগকে বড় লক্ষ্য দেয়ার পথে ঢাকা বিভাগ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে ২৪৯ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে শুভাগত হোমের দল।
তৃতীয় দিনের শুরুতে প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫ উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার সুমন খান। দুর্দান্ত বোলিং করে ৫০ রান খরচায় ৫ নেয়া ঢাকার এই বোলার দ্বিতীয় দিন শেষে নেন ৩ উইকেট।
শনিবার দিনের শুরুতে আরও দুই উইকেট নিয়ে ৫ উইকেটের কোটা পূরণ করেন এই তরুণ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ৪৩ রানের লিড পায় ঢাকা বিভাগ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসের ন্যায় উইকেট বিলাতে থাকে ঢাকার ব্যাটসম্যানরা। দলীয় ৩২ রানে ওপেনার আব্দুল মজিদকে বোল্ড করে ফেরান বাঁহাতি এই স্পিনার।

পরের ওভারেই আরেক ওপেনার রনি তালুকদারকে ২০ রানে ফেরান তাইজুল। জয়রাজ শেখ এবং রকিবুল হাসান দলের হাল ধরেন খানিকক্ষণের জন্য। তাঁদের দুইজনের ৫৩ রানের জুটি ভাঙেন সাব্বির রহমান। ৩০ রান করা জয়রাজকে রান আউট করে সাজঘরে পাঠান তিনি।
দৃঢ়তা দেখিয়ে উইকেটে থিতু হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন রকিবুল। প্রথম ইনিংসে একার লড়াইয়ে দলকে মাঝারি সংগ্রহ এনে দেয়া তাইবুর এই ইনিংসেও দাঁড়িয়ে যান। ফরহাদ রেজার বলে ৬৫ রানের ইনিংস খেলে রকিবুল আউট হলেও এক প্রান্ত ধরে রেখে দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি তুলে নেন তাইবুর।
রকিবুলের বিদায়ের পর অধিনায়ক শুভাগত হোমও ফেরেন মাত্র ১০ রানে। তাঁকেও ফেরান ফরহাদ। দিনের শেষ উইকেটটি নেন তাইজুল। ০ রানে ঢাকার মোহাম্মদ শাকিলকে ফেরান তিনি। দিন শেষে ৬৩ রানে অপরাজিত আছেন তাইবুর। তাঁর সঙ্গে অপরাজিত রয়েছেন সুমন খান। ৬ উইকেটের বিনিময়ে ২০১ রানে তৃতীয় দিন শেষ করে ঢাকা।
রাজশাহীর হয়ে তাইজুল তিনটি এবং ফরহাদ দুটি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৭৬.১ ওভারে ২৪০/১০ (তাইবুর ৮৮*, রনি ৬৩; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩)।
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ৭৭.৫ ওভারে ১৯৭/১০ (জহুরুল ৬৪, মুশফিক ৭৫; সুমন খান ৫/৫০, শাকিল ৩/৪৭)।
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৭৬.৪ ওভারে ২০১/৬ (তাইবুর ৬৩*, রকিবুল ৬৫; তাইজুল ৩/৭৮, রেজা ২/২৯)।