অশ্বিন-যাদবে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের করা ৬০১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৫ রানে অল আউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানদের এই ব্যর্থতার ফলে ফলোঅনে পড়েছে দলটি। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং পেসার উমেশ যাদবের পেসের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা।
ফলোঅনে পড়লেও চতুর্থ দিনে দলটিকে ফলোঅনে আবার ব্যাটিংয়ে পাঠানো হবে নাকি বিষয়টি নির্ভর করছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সিদ্ধান্তের ওপর। এই সিদ্ধান্ত নেয়ার জন্য পুরো এক রাত পাচ্ছেন ভারতের অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৩৬ রান তৃতীয় দিন শুরু করে। প্রথম সেশনেই দলটি আরও তিন ব্যাটসম্যানকে হারায়। ৩ রান করে আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান এনরিক নর্টজে।

দারুণ খেলতে থাকা ডি ব্রুইন ফিরেছেন ৩০ রান করে। এই দুজনকেই আউট করেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। এরপর ষষ্ঠ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি’কক।
দু’জনে যোগ করেন ৭৫ রান। মধ্যাহ্ন বিরতির আগে ডি কককে নিজের শিকার বানান রবিচন্দ্রন অশ্বিন। এর ফলে ৩১ রানে থামে তাঁর ইনিংস। বিরতির পর সেনুরান মুতুসামি ৭ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন।
এক প্রান্ত আগলে রাখা প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি ১১৭ বলে ৬৪ রান করে আউট হয়েছেন। অশ্বিনের বলে তিনি আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়েছেন। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩২ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন কেশভ মহারাজ।
অশ্বিনের তৃতীয় শিকার হয়ে ফিরলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁর। এরপর রাবাদা ২ রান করে অশ্বিনের চতুর্থ শিকার হলে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ২৭৫ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ ১৫৬.৩ ওভারে ৬০১/৫ ডিক্লেয়ার (কোহলি ২৫৪*, আগারওয়াল ১০৮, জাদেজা ৯১; রাবাদা ৩/৯৩)।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ১০৫.৪ ওভারে ২৭৫/১০ (ডি ব্রুইন ৩০, ডু প্লেসি ৬৪, মহারাজ ৭৫; উমেশ ৩/৩৭, অশ্বিন ৪/৬৯)