promotional_ad

কোহলির পছন্দের তালিকায় নেই পুনের ডাবল সেঞ্চুরি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে ২৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এটাই তাঁর টেস্ট ক্যারিয়ার সেরা ইনিংস। পুনে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে কোহলি নিজের সেরা দুটি ইনিংস বেছে নিয়েছেন।


তাঁর পছন্দের তালিকায় নেই এই ডাবল সেঞ্চুরিটি। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করা ডাবল সেঞ্চুরি দুটিকে এগিয়ে রাখছেন ভারতের অধিনায়ক।



promotional_ad

এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘প্রত্যেকটিই চমৎকার। অবশ্যই সব ডাবলেই ভালো লাগা কাজ করে। তবে যদি সেরা দুটির কথা বলা হয়, তাহলে আমি অ্যান্টিগা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও মুম্বাইয়ের (ইংল্যান্ডের বিপক্ষে) ইনিংসকে বেছে নেব।’


২০১৬ সালের জুনে অ্যান্টিগায় ক্যারিবীয়দের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এরপর একই বছর ডিসেম্বরে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ২৩৫ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।


সেরা ইনিংস হিসেবে এই দুটিকে বেছে নেয়ার কারণ ব্যাখ্যায় কোহলি বলেছেন, ‘সব ডাবলই বিশেষ, তবে এই দুটি বেশি স্পেশাল। কারণ একটি ঘরের বাইরে অ্যাওয়েতে করেছিলাম। অন্যটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং কন্ডিশনে। খুব কঠিন ছিল।’



ক্যারিয়ারের শুরুতে বড় ইনিংস খেলতে অনেক ভুগতে হয়েছে বলে মনে করেন কোহলি। তবে অধিনায়কত্ব পাওয়ার পর এই চিত্র পাল্টে গেছে বলে বিশ্বাস তাঁর। এখন অনেক মনোযোগ নিয়ে ব্যাটিং করতে পারেন বলেও জানিয়েছেন তারকা এই ব্যাটসম্যান।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball