কুম্বলের নতুন মিশন

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবকে প্লে অফে খেলাতে চান দলটির নবনিযুক্ত প্রধান কোচ অনিল কুম্বলে। গত শুক্রবার (১১ অক্টোবর) দলটির কোচ হিসেবে নিয়োগ পান ভারতের কিংবদন্তি এই স্পিনার।
আইপিএলে পাঞ্জাবের পরিসংখ্যান সুখকর নয়। আইপিএলের গত ১২ আসরে মাত্র দুবার প্লে অফ নিশ্চিত করতে পেরেছে তারা। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে শেষ চারে জায়গা করে নেয় তারা।

এ ছাড়া ২০১৪ সালে ফাইনাল খেললেও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। শিরোপা ক্ষরা এড়ানোর কারণেই কুম্বলেকে দলের সঙ্গে যুক্ত করেছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।
কুম্বলে বলেন, 'আইপিএলের সঙ্গে আবারো যোগ দেয়া অবশ্যই চ্যালেঞ্জিং আমার জন্যে। যখন আমি অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছি তখন কিংস ইলেভেন পাঞ্জাবকে আমি বেশ কাছে থেকে দেখেছি।
পাঞ্জাব এখনও আইপিএলের শিরোপা জেতেনি। দলটি সবসময় জয় দিয়ে শুরু করলেও পরবর্তীতে খেই হারায়। এই দলের হয়ে মোমেন্টাম ধরে রাখা বেশ গুরুত্বপূর্ণ। ওরা সবসময় অল্পের জন্য প্লে অফে উঠতে পারে না। এবার লিগের ১৪ ম্যাচে মোমেন্টাম ঠিক রেখে প্লে অফে যেতে চাইব।'
কোচ হিসেবে যথেষ্ট অভিজ্ঞ কুম্বলে। ভারতের জাতীয় দলকে কোচিং করানো ছাড়াও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে ছিলেন তিনি।