খুলনাকে স্বস্তি এনে দিলেন রাজ্জাক-রুবেল

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শুরুর দিন মাঠে নামা হয়নি রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের। প্রথম স্তরের ম্যাচটির দ্বিতীয় দিন অবশ্য ৭২ ওভার হয়েছে। তৃতীয় দিনেও খেলা চলছে। নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে রংপুর বিভাগ। আগের দিন পাঁচ উইকেটে ১৬৯ রান করা রংপুর এ দিন তাইবুর রহমান ও সোহরাওয়ার্দি শুভর ব্যাটে দুইশ অতিক্রম করতে পেয়েছে।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান তানবির হায়দার এবং সোহরাওয়ার্দী শুভর দুজনেই তৃতীয় দিন সকালে হাফ সেঞ্চুরির দেখা পান। বরাবর ৫০ করেই ফিরে যান সোহরাওয়ার্দী শুভ।
আগের দিনের ৪০ রানের সঙ্গে আরও ২৪ রান যোগ করে ফেরেন তানবির হায়দার। ব্যক্তিগত ৬৪ রানে থাকার সময় তাঁকে ফেরান আব্দুর রাজ্জাক। এরপর অবশ্য উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি রংপুরের কোনো ব্যাটসম্যান।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বল হাতে খুলনার হয়ে এ দিন আলো ছড়িয়েছেন অধিনায়ক আব্দুর রাজ্জাক ও পেসার রুবেল হোসেন। আগের দিনের মতো এ দিনও দুই উইকেট নেন রাজ্জাক। রুবেলও পেয়েছেন দুটি উইকেট।
আগের দিন রংপুরের হয়ে নাঈম ইসলাম ৪৮ ও মাহমুদুল হাসান ২৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর প্রথম ইনিংসঃ- ২২৭/১০ (১০০.১ ওভার) (তানবির ৬৪, শুভ ৫০, নাঈম ৪৮; রাজ্জাক ৪/৮১)