রাব্বি-নুরুজ্জামানের তোপে সিলেটের ভরাডুবি

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিনে বরিশাল বিভাগের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮৬ রানে অলআউট হয়েছে সিলেট বিভাগ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে বরিশাল।
সিলেটের ভরাডুবিঃ
আগের দিন তিন উইকেটে ৬৮ রান করা সিলেট এ দিন কামরুল ইসলাম রাব্বির তোপের সামনে দাঁড়াতেই পারেনি। রাব্বির সঙ্গে যোগ দেন নুরুজ্জামান। এই দুজনের আগ্রাসী বোলিংয়ে সিলেটের শেষ সাতটি উইকেট পড়েছে মাত্র ১৮ রানে।

২৪ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন রাব্বি। নুরুজ্জামানের শিকার তিন রান খরচায় তিনটি উইকেট।
বৃষ্টির বাঁধায় দেড় দিনের মতো খেলা হয়নি ম্যাচটিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৮৬/১০ (৪৩.১ ওভার) (জাকির ৩২, অলক ১৮; রাব্বি ৬/২৪)
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ১৬/০ (৪ ওভার) (নাফিস ৬*, রাফসান ৭*)