খুলনায় দ্যুতি ছড়ালেন রাজ্জাক-আল আমিন

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শুরুর দিন মাঠে নামা হয়নি রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের। দ্বিতীয় দিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বল হাতে খুলনার হয়ে এই ম্যাচে আলো ছড়িয়েছেন অধিনায়ক আব্দুর রাজ্জাক এবং পেসার আল-আমিন হোসেন। টসে জিতে বোলিংয়ে নেমে দলীয় ৬১ রানের মধ্যে রংপুরের শীর্ষ তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় খুলনা।

রানের খাতা খোলার আগেই ওপেনার মাইশুকুর রহমানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান আল-আমিন হোসেন। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান হামিদুল ইসলামকেও (১৬) বোল্ড করে ফেরান খুলনার এই পেসার।
২৭ রান করা মাহমুদুল হাসানকে আউট করেছেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক। এরপর রংপুরের অধিনায়ক নাসির হোসেনেরও (৪) উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
এরপর দলের হাল ধরের অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম এবং তানবির হায়দার। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা নাঈমকে ব্যক্তিগত ৪৮ রানে আউট করেছেন মইনুল ইসলাম। বাকি সময়টা দেখেশুনে পাড়ি দিয়েছেন তানবির (৪০) এবং সোহরাওয়ার্দী শুভ (৩১)।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুরঃ ১৬৯/৫ (৭২ ওভার) (নাঈম ৪৮, তানবির ৪০* শুভ ৩১*; আল-আমিন ১/৪৪, রাজ্জাক ২/৫১)