সানির ছোবলের পর মার্শাল-শামসুলের প্রতিরোধ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় দিন নিজের করে নিয়েছেন ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানি। তার ৬ উইকেটের দিনে চট্টগ্রামের চেয়ে ২২৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। শামসুর রহমান ২৬ এবং মার্শাল আইয়ুব ২১ রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের পক্ষে নোমান চৌধুরী নিয়েছেন একটি উইকেট।
দ্বিতীয় দিন সকালে ৩ উইকেটে ১৪৭ রান নিয়ে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩২ রান করা পিনাক ঘোষের উইকেট হারিয়ে বসে দলটি। এরপর জুটি বাঁধেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং তাসামুল হক। এই দুজনের ৫০ রানের জুটিতে দলীয় ২০০ পার করে চট্টগ্রাম। তাসামুল তুলে নেন ফিফটি।
দলীয় ২১৮ রানে অঙ্কনকে ৩০ রানে বিদায় করেন আরাফাত সানি। অঙ্কনের বিদায়ের পর তাসামুলকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন মাসুম খান। নিজেদের মধ্যে ৫৭ রানের জুটি গড়ার পর আরাফাত সানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটসম্যান।

এরপরের বলেই মিনহাজুল আবেদীন আফ্রিদিকে বোল্ড করেন এই স্পিনার। দুই ব্যাটসম্যান বিদায় নিলেও ব্যক্তিগত ৮৬ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান তাসামুল হক। তৃতীয় সেশনে সানির ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি চট্টগ্রামের ব্যাটসম্যানরা।
দলীয় ২৯০ রানের মধ্যে আরও ৩ ব্যাটসম্যানকে বিদায় করেন এই স্পিনার। শেষ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির স্বপ্ন দেখতে থাকা তাসামুল হককে ৯০ রানে বোল্ড করেন সানি। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান আসে ওপেনার সাদিকুর রহমানের ব্যাট থেকে।
সানি ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ ঢাকার পক্ষে নেন ৩ উইকেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ইনিংসের ৫ম ওভারে ওপেনার সাদমান ইসলামের উইকেট হারিয়ে বসে ঢাকা। ৬ রান করে নোমান চৌধুরীর বলে বিদায় নেন এই ওপেনার।
খানিক পর আরেক ওপেনার রাকিন আহমেদ রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন। ২২ রানে ২ ওপেনারকে হারালেও জুটি গড়ে দলের হাল ধরেন শামসুর রহমান এবং মার্শাল আইয়ুব। তাদের ব্যাটে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শেষ করে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম বিভাগ, প্রথম ইনিংসঃ ২৯০ অল আউট (১২৩ ওভার) (তাসামুল ৯০) (আরাফাত সানি ৬/৮৭)
ঢাকা মেট্রো, প্রথম ইনিংসঃ ৬৬/২ (২৪ ওভার) (শামসুর ২৬*, মার্শাল ২১*) (নোমান ১/২৩)