কাল থেকে শুরু প্রথম বিভাগ টি-টোয়েন্টি

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১২ অক্টোবর থেকে মাঠে গড়াবে প্রথম বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ২০ দলের অংশগ্রহণে শনিবার পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) পক্ষ থেকে শুক্রবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মোট ৪ গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে দলগুলো। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেসপির ৩ এবং ৪ নম্বর মাঠে।
প্রতিদিন মাঠে গড়াবে ৪টি করে ম্যাচ। সকাল ৯টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচটি হবে বেলা দেড়টায়।

১২ অক্টোবর প্রথম রাউন্ডে সকাল ৯টায় বিকএসপি তিন নম্বর মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উত্তরা ক্রিকেট ক্লাব এবং সূর্য তরুণ ক্লাব। একই সময় চার নম্বর মাঠে লড়বে সিটি ক্লাব এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।
একই দিন বেলা দেড়টায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বিকএসপি এবং ইন্দিরা রোড ক্রীড়াচক্র। ম্যাচটি হবে বিকএসপির ৩ নম্বর মাঠে। একই সময় ৪ নম্বর মাঠে লড়বে কলাবাগান ক্রীড়া চক্র এবং আজাদ স্পোর্টিং ক্লাব।
গ্রুপ 'এ'- উত্তরা ক্রিকেট ক্লাব, সিটি ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং সূর্য তরুণ ক্লাব।
গ্রুপ 'বি'- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকএসপি), কলাবাগান ক্রীড়া চক্র, এক্সিয়ম ক্রিকেটার্স, আজাদ স্পোর্টিং ক্লাব এবং ইন্দিরা রোড ক্রীড়াচক্র।
গ্রুপ 'সি'- অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, র্যাপিড ফাউন্ডেশন, কালিন্দি ক্রীড়া চক্র, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব এবং আজিম ক্রিকেট ক্লাব।
গ্রুপ 'ডি'- রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, উদয়চল ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ঢাকা ক্রিকেট একাডেমী এবং পূর্বাচল স্পোর্টিং ক্লাব।