শেবাগ-টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। আর তাতেই ভারতের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন ভারতের এই অধিনায়ক।
এতদিন যৌথ ভাবে বিরেন্দর শেবাগ এবং শচীন টেন্ডুলকারের সঙ্গে ৬ ডাবল সেঞ্চুরি নিয়ে শীর্ষে ছিলেন কোহলি। এবার এই তালিকায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

টেস্ট ইতিহাসে কোহলির চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে কেবল ডন ব্র্যাডম্যান, কুমার সাঙ্গাকারা এবং ব্র্যায়ান লারার। ১২ সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন কিংবদন্তি অজি ব্যাটসম্যান ব্র্যাডম্যান।
১১টি ডাবল সেঞ্চুরি নিয়ে এই তালিকার দুই নম্বরে সাবেক লঙ্কান অধিনায়ক সাঙ্গাকারা। ৯টি ডাবল সেঞ্চুরি নিয়ে এই তালিকার তিন নম্বর আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান লারা।
চার নম্বরে রয়েছেন কোহলি। ভারতের এই অধিনায়কের মতো ৭টি করে ডাবল সেঞ্চুরি রয়েছে সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়েলি হ্যামন্ডের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি তুলে নেয়ার পথে ২৪৩ ইনিংসে ৭ হাজার টেস্ট রানের মাইলফলক পূরণ করেছেন কোহলি। সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে নিজের নাম লিখিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।