promotional_ad

আইপিএলে প্রথম ভারতীয় প্রধান কোচ কুম্বলে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের সাবেক অধিনায়ক এবং কোচ অনিল কুম্বলেকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে এই দায়িত্ব পালন করবেন তিনি, নিশ্চিত করছেন পাঞ্জাবের সহ-মালিক মোহিত বর্মণ।


আইপিএলে একমাত্র ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কুম্বলে। সাবেক এই লেগ স্পিনারকে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট বিষয়ক সব কিছুর প্রধান করা হয়েছে বলে জানান মোহিত।


আগামী ১৯ অক্টোবর দল নিয়ে আসন্ন আইপিএলের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের সামনে উপস্থাপন করবেন কুম্বলে। সে দিন দলটির অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পাঞ্জাব। 



promotional_ad

গত দুই আসরে পাঞ্জাবের অধিনায়কত্ব করা অশ্বিনকে দিল্লি ক্যাপিটালসের কাছে বিক্রি করে দেয়ার পরিকল্পনা চলছে। যদিও বর্মণ বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কুম্বলে নেবেন। 


এখন পর্যন্ত গত পাঁচ আসরে পাঁচজন কোচ পরিবর্তন করেছে পাঞ্জাব। এতে দলটির ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ২০১৫ এবং ২০১৬ সালের আসরে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল পাঞ্জাব। গত তিন আসরে যথাক্রমে পঞ্চম, সপ্তম এবং ষষ্ঠ স্থানে উঠতে পেরেছে তারা।


২০১৪ সালে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়ে ফাইনাল খেলে পাঞ্জাব। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে যায় দলটি। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে এখন পর্যন্ত এই একবারই সেরা চারে জায়গা করতে পেরেছে তারা। তাই সাফল্যের প্রত্যাশায় এবার কুম্বলকে দায়িত্ব দিচ্ছে পাঞ্জাব।


২০১৬ এবং ২০১৭ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন কুম্বলে। আইপিএলে এ নিয়ে তিনটি দলের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি, এরপর দলটির পরামর্শকের দায়িত্ব পালন করেন।



২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের পরামর্শকের দায়িত্বে ছিলেন কুম্বলে। ২০১৫ সালে এই দায়িত্ব ছেড়ে পরের বছর ভারতীয় দলের দায়িত্ব নেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball