ওয়ার্নারের সেঞ্চুরির দিনে ব্যর্থ স্মিথ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খারাপ সময় কেটে যাচ্ছে অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের। ব্যর্থতায় ভরা অ্যাশেজ সিরিজ শেষে অবশেষে রানের দেখা পেয়েছে ওয়ার্নারের ব্যাট। শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউ সাউথ ওয়েলসের এই ওপেনার।
অ্যাশেজে ১০ ইনিংসে মাত্র ৯৫ রান সংগ্রহ করেন ওয়ার্নার। মাত্র একটি ইনিংসে হাফ সেঞ্চুরি করেন এই বাঁহাতি। তিন ইনিংসে ০ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।

সেই বাজে সময়ের কথা ভুলে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ওয়ার্নার। দলের বিপর্যয়ে একাই লড়াই করেছেন তিনি।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে কুইন্সল্যান্ডের ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন এই ওপেনার। শেষ পর্যন্ত ১২৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
যেখানে ১৯ চার দ্বারা নিজের ইনিংসকে সাজিয়েছেন ফর্মের খোঁজে থাকা এই ব্যাটসম্যান। ওয়ার্নারের সফলতার দিনে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন স্মিথ। একই দলের হয়ে খেলেন এই দুই অজি তারকা।
নিউ সাউথ ওয়েলসের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ০ রানে আউট হন তিনি। এই স্মিথই অ্যাশেজে ইংল্যান্ডকে শাসন করেছেন। একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।