বিপিএল শুরুর সময় নিয়ে ধোঁয়াশা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নির্দিষ্ট সময়ে মাঠে নাও গড়াতে পারে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৬ ডিসেম্বর পর্দা ওঠার কথা থাকলেও ৮-১০ দিন পর শুরু হতে পারে বিপিএল। বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বৃহস্পতিবার এমনই জানিয়েছেন।
এদিন স্পন্সরদের সঙ্গে বৈঠকে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠক শেষে সাংবাদিকদের শেখ সোহেল বলেন, ‘আমরা যে তারিখ আপনাদের বলেছিলাম ৬ ডিসেম্বর, তার থেকে ৮-১০ দিন পিছিয়ে যেতে পারে বিপিএল।’

যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। সেটা অনেকখানি নির্ভর করবে জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের সূচির ওপর। আগামী বিপিএল মিটিংয়ে এসব ব্যাপারে সিদ্ধন্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।
মাহবুব আনাম বলেন, ‘বিপিএল পিছিয়ে দেয়ার অপশনটি আমরা খোলা রেখেছি, কারণ বাংলাদেশের একটা আন্তর্জাতিক সিরিজ আছে, সেটার সঙ্গে মিলিয়ে হিসেব রেখে আমরা বিপিএল আয়োজন করবো।’
‘বিপিএল আয়োজন করার জন্য যতটুকু সময় লাগে সেটুকু সময় হাতে রেখেই আমরা করব। আমাদের আরও দুটো স্পন্সরের সঙ্গে বৈঠক আছে, এরপরই বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।’
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবার এবার নিজস্ব উদ্যোগে বিপিএল আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার প্রতিটি দলের মালিক থাকবে বিসিবি।