বিপিএলে বিদেশি কোচেই আস্থা বিসিবির

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবার নিজস্ব উদ্যোগে বিপিএল আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার প্রতিটি দলের মালিক থাকবে বিসিবি।
বিপিএলকে সামনে রেখে বৃহস্পতিবার সন্সরদের সঙ্গে বৈঠকে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গিয়েছে, প্রতি দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন একজন বিদেশি। সেই সঙ্গে বিদেশি ফিজিও-ট্রেইনারদেরকেও আনা হবে। বিসিবি পরিচালক মাহবুব আনাম বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন।
মাহবুব আনাম, ‘আমরা প্রতিটা দলে আন্তর্জাতিক কোচ নিয়োগ দেব। সে জন্য যে যে কোচ বিপিএলে অন্তর্ভূক্ত হতে চেয়েছেন, তারাও নাম পাঠিয়েছে। ধাপে ধাপে ফিজিও, ট্রেনার এবং প্লেয়ারদের অন্তর্ভুক্তি হয়ে যাচ্ছে।’
বিদ???শি কোচদের থাকা নিশ্চিত করলেও নাম উল্লেখ করেননি এই বিসিবি পরিচালক। তিনি বলেন, ‘আমরা যদি কারও নাম বলি তাহলে হয়তো তারা হয়ে যাবে ফ্রি কোয়ালিফাইড।’
‘আমরা ফিজিও-ট্রেনার মিউচুয়ালি আনতে চাই, কেননা সব দল যেন জানতে পারে সমমানের ম্যানেজমেন্ট পেয়েছি। কোনো অসম রাখতে চাই না।’
৬ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে সময় মতো তা আয়োজন করা নিয়ে রয়েছে শঙ্কা। নির্ধারিত সময়ে আয়োজন করতে না পারলে বিপিএল পিছিয়ে যেতে পারে ৭ থেকে ১০দিন।