আগারওয়ালের ব্যাটে প্রথম দিন ভারতের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটসম্যানদের কৃতিত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। তিন উইকেটে ২৭৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে বিরাট কোহলির দল।
ব্যাট হাতে ফর্ম ধরে রেখেছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। চেতেশ্বর পূজারা করেছেন হাফ সেঞ্চুরি। অধিনায়ক বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন।
পুনেতে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের। কিন্তু ইনিংসের শুরুতেই ধাক্কা খায় তারা। প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো ওপেনার রোহিত শর্মা ১৪ রান করে সাজঘরে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ফিরিয়েছেন দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে। রোহিত ফেরার পর দলের হাল ধরেন আরেক ওপেনার আগারওয়াল এবং তিনে নামা চেতেশ্বর পূজারা।
১৩৮ রানের জুটি গড়েন এ দুজন। উইকেটে থিতু হয়ে যাওয়া পূজারাকে ৫৮ রানে ফিরিয়ে প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট এনে দেন রাবাদা। এরপর অধিনায়ক কোহলি উইকেটে নেমে আগারওয়ালের সঙ্গে জুটি বাঁধেন।
তাঁদের জুটি বেশি বড় করতে দেননি রাবাদা। ১৮৩ বলে সেঞ্চুরি করা আগারওয়ালকে ১০৮ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। এরপর ২৫ ওভার উইকেট না হারিয়ে ব্যাটিং করে করে যান কোহলি এবং অজিঙ্কা রাহানে।
কোহলি ৬৩ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন এবং রাহানে অপরাজিত রয়েছেন ১৮ রান নিয়ে। রাবাদা ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনও বোলার উইকেট নিতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ ৮৫.১ ওভারে ২৭৩/৩ (কোহলি ৬৩*, আগারওয়াল ১০৮; রাবাদা ৩/৪৮)।