বিপিএলে দলগুলোর দায়িত্বে বোর্ড পরিচালকরা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের আদলে অনুষ্ঠিত হবে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল আয়োজনে স্পন্সররা এগিয়ে এলেও তারা কোনো দায়িত্ব নিতে চায় না। এ কারণে নতুন দলগুলোর দায়িত্বে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা।
বৃহস্পতিবারের (১০ অক্টোবর) স্পন্সরদের সঙ্গে সভা শেষে মিডিয়াকে এ কথা জানান বিসিবির পরিচালক মাহবুব আনাম।
মাহবুব আনাম বলেন, ‘কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। স্পন্সর দায়িত্ব নিচ্ছে না। তারা টাকা দেবে। সে টাকা বিসিবি খরচ করবে। বিগ ব্যাশ যেভাবে হয় সেভাবেই হবে।’
‘বিগ ব্যাশে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিজস্বভাবে খরচ করে। তারাই দলগুলোকে টাকা দেয়। আবার স্পন্সরশিপ একেকটি দলের জন্য একেকটি হয়। প্রতিটি দলে একজন করে টিম ডিরেক্টর থাকবেন।’ যোগ করেন বিসিবির এই পরিচালক।
অবশ্য কোন দলের দায়িত্ব কাকে দেয়া হবে, এই ব্যাপারে মন্তব্য এখনও কিছু জানানো হয়নি।
মাহবুব আনাম আরও বলেন, ‘বিসিবিতে যারা আছেন, তারা প্রত্যেকে ক্রিকেট সম্পর্কে জ্ঞান রাখেন। আমর??? দায়িত্বটা যাদের দিবো, তারা সাবেক ক্রিকেটার হতে পারেন বা সংগঠক হতে পারেন। বোর্ডের পরিচালক থেকেই নিয়োজিত হবেন।’
এবারের বিপিএল যে বিগ ব্যাশের আদলে হবে, তা অবশ্য আগেই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছিলেন, ‘আপনারা বিগ ব্যাশ-আইপিএলের কথা চিন্তা করতে পারেন, সেই ফরম্যাটেই হবে। এবারেরটার নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। কোনো স্পন্সর এলে তার নাম হয়তো যাবে। সব কিছু করবে বিসিবি।’
