বোলার মাহমুদউল্লাহয় মেট্রোর স্বস্তি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা মেট্রোপলি???নের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচে বৃষ্টি বাধা দেয়ায় খেলা হয়েছে মাত্র ৫১ ওভার। এদিন ব্যাটিং করে তিন উইকেটে ১৪৭ রান করেছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোর হয়ে তিনটি উইকেটই নিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক। মাঠে নেমে ধীরগতিতে ইনিংস শুরু করেন দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিম ইকবাল।
তামিমের সঙ্গী সাদিকুর রহমান অবশ্য কিছুটা আক্রমণাত্মক ছিলেন। উদ্বোধনী জুটিতে তামিম-সাদিকুর মিলে তোলেন ৮০ রান। পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৯ বলে ৫১ রান করে ফেরেন সাদিকুর।

মাহমুদুল্লাহকে এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেন তিনি। অপরদিকে সম্পূর্ণ টেস্ট মেজাজে ব্যাটিং করছিলেন তামিম। ৩০'র নিচে স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন তিনি।
কিন্তু ৩৪তম ওভারে মাহমুদউল্লাহকে ডিপ স্কয়ার লেগ এবং ডিপ মিড উইকেটের মাঝের অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ৩০ গজের ভিতর ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার। শটটি খেলার সময় ব্যাটের হ্যান্ডেল থেকে হাত ছুটে যায় তার।
বোলার মাহমুদউল্লাহর হাতে তালুবন্দি হয়ে ফেরার আগে ৩০ রান আসে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে। ১০৫ বল খেলেন তিনি। এর একটু পরেই মাহমুদউল্লাহর ওভারে শামসুর রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মমিনুল। ১৪ রান আসে চট্টগ্রাম দলপতির ব্যাট থেকে।
এরপর পিনাক ঘোষ এবং তাসামুল হক চট্টগ্রামের হাল ধরেন। এর একটু পরই শুরু হয় বৃষ্টি। তারপর আর খেলা হয়নি। দ্বিতীয় দিন শুরু করবেন পিনাক (৩০*) এবং তাসামুল (১৭*)। মেট্রোর পক্ষে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
চট্টগ্রাম বিভাগঃ- তামিম ইকবাল, সাদিকুর রহমান, মুমিনুল হক (অধিনায়ক), পিনাক ঘোষ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মাসুম খান, মেহেদী হাসান, নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন ও রনি চৌধুরী।
ঢাকা মেট্রোপলিটনঃ- সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব (অধিনায়ক), আল আমিন, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), সৈকত আলী, আরাফাত সানি, শহিদুল ইসলাম ও মেহরাব হোসেন।