promotional_ad

স্মিথের মুখোমুখি হতে হবে না, স্বস্তিতে স্টেইন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্টিভেন স্মিথ। অ্যাশেজ সিরিজে অবিশ্বাস্য ব্যাটিংশৈলী দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বিপক্ষে টেস্টে আর বোলিং করতে হবে না ভেবে স্বস্তির নিশ্বাস ফেলছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।


গত আগস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান স্টেইন। তাই টেস্ট ক্রিকেটে আর কখনও অজি তারকা ব্যাটসম্যান স্মিথের মুখোমুখি হতে হবে না তাঁকে। এতে বেশ স্বস্তিই পাচ্ছেন টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি ।



promotional_ad

স্মিথের প্রশংসা করে স্টেইন বলেন, ‘বোলাররা জানে না কোথায় বল করতে হবে স্মিথের জন্য। যতক্ষণে তারা খুঁজে বের করার চেষ্টা চালায়, ততক্ষণে স্মিথ তাদের ওপর চড়াও হয়ে যায় এবং মাঠের সব দিক থেকেই রান সংগ্রহ করে। এই মুহূর্তে সে সর্বোচ্চ ফর্মে আছে এবং খুশি যে ওর বিপক্ষে আর কখনও টেস্ট ম্যাচ খেলতে হবে না।’


এখন পর্যন্ত স্মিথের বিপক্ষে সাত ইনিংসে বোলিং করেছেন স্টেইন। ২০১৪ সালে পোর্ট এলিজাবেথে স্মিথকে শুন্য রানে ফিরিয়েছিলেন তিনি। এই একবারই স্মিথকে সাজঘরে ফেরাতে পেরেছেন প্রোটিয়া এই পেসার।


টেস্টের ১২৪ ইনিংসে সেটাই স্মিথের শুন্য রানে আউট হওয়া একমাত্র ইনিংস। চলতি বছরের অ্যাশেজে তো ইংলিশ বোলারদের জন্য রীতিমতো ত্রাস ছিলেন স্মিথ।



অ্যাশেজে সাত ইনিংসে ব্যাটিং করেছেন এই ডানহাতি। যেখানে ছয়টিতেই খেলেছেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরিতে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান সংগ্রহ করেন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball