বৃষ্টি বাধায় মাঠে গড়ায়নি দুটি ম্যাচ

ছবি: ছবি- ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসরের শুরুর দিনে বৃষ্টির কবলে পড়েছে সবগুলো ম্যাচ। এর মধ্যে বৃষ্টি কারণে দুই ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয়নি। খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের প্রথম স্তরের ম্যাচটিতে টসও হয়নি।

একই কারণে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের খেলায় বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগের ম্যাচটিও হয়নি। সেখানেও টস অনুষ্ঠিত হয়নি।
দুটি চার দিনের ম্যাচের প্রথম দিন নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। আগামীকাল (শুক্রবার, ১১ অক্টোবর) একই সময়ে (৯.৩০) ম্যাচ দুটি শুরু হবে।
এ ছাড়া ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটনের ম্যাচে এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের ম্যাচেও বৃষ্টি বাধা দিয়েছে। যদিও খেলা কিছুটা এগিয়েছে এই দুই ম্যাচে।