শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ২৬/১, ওভার- ৫

নাঈম ১৯*, শান্ত ১*; ফার্নান্দো ১/২০
শ্রীলঙ্কা 'এ' দলঃ ৫০ ওভারে ২২৬/৯ (মেন্ডিস ৬১, পেরেরা ৫২; রনি ২/৪২, সানজামুল ২/৪৩)
ফিরলেন সাইফঃ ২২৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ 'এ' দল। সিরিজে ফিরতে হলে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরকারীদের জন্য। কিন্তু লক্ষ্য তাড়ার ইনিংসের শুরুতেই ওপেনার সাইফ হাসানকে হারিয়ে বসে স্বাগতিকরা।
মাত্র ৫ রান তুলতেই সাজঘরের পথ ধরেন সাইফ। তাঁকে ফিরিয়েছেন শিরান ফার্নান্দো। উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন নাজমুল হাসান শান্ত। অপরপ্রান্তে আছেন আরেক ওপেনার নাঈম শেখ।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বাগতিকদের বিপক্ষে বাজভাবে হেরেছিল বাংলাদেশ। এই ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের সেরা পারফরম্যান্সতা করতে হবে।