টি-টেন লিগে ইমরুল-বিজয়রা?

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন টি-টেন ক্রিকেট লিগে দেখা যেতে পারে ইমরুল কায়েস-এনামুল হক বিজয়দের। বাংলা টাইগার্সের কোচ আফতাব আহমেদ জানিয়েছেন, এই দুইজনকে দলে টানার প্রক্রিয়া চালাচ্ছে তাঁর ফ্র্যাঞ্চাইজিটি।
জাতীয় দলের ক্রিকেটারদের এই লিগে পাওয়া যাবে না যেকারণে দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চাইছে দলটি। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।
নিয়ম অনুযায়ী চূড়ান্ত দলে নয়জন বাংলাদেশি ক্রিকেটার থাকবেন। আর ড্রাফটের বাইরে থেকে নেয়া যাবে ৫জন বিদেশি ক্রিকেটারকে। আয়োজকদের বেধে দেয়া নিয়ম মোতাবেক প্রতিদলে একজন করে ভারতীয় ক্রিকেটার থাকা আবশ্যক।

আফতাব বলেন, 'জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তাদের পেতে হলে বোর্ডের ছাড়পত্র লাগবে। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আরিফুল হকদের পাওয়ার চেষ্টা করা হচ্ছে।'
কয়েকদিন আগেই টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচের পদে নিয়োগ দেয়া হয় আফতাব আহমেদকে। দলটি ম্যানেজার হিসেবে থাকবেন নাফিস ইকবাল এবং সহকারী কোচের দায়িত্ব পালন করবেন নাজিমউদ্দিন।
নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি। গত ২০ সেপ্টেম্বর টি-টেন লিগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের কথা নিশ্চিত করে টি-টেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
দলটির আরেক সত্ত্বাধিকারী সিরাজ উদ্দিন বলেছিলেন, ‘আমরা চেষ্টা করছি বাংলাদেশের শীর্ষ খেলোয়াড়দের দলে ভেড়াতে। যদিও টুর্নামেন্ট চলাকালে আমাদের সিরিজ থাকবে ভারতের বিপক্ষে। তবু শীর্ষ খেলোয়াড়দের দলে নিতে আমরা আশাবাদী।’
চলতি বছরের ১৪ নভেম্বর টি-টেন লিগের তৃতীয় আসরের পর্দা উঠবে আরব আমিরাতে। টুর্নামেন্টটি শেষ হবে ২৪ নভেম্বর। টি-টেন লিগের আগামী আসরের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি।