promotional_ad

সিরিজ বাঁচাতে মিঠুন-আফিফদের প্রয়োজন ২২৭

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ 'এ' দল। আগে ব্যাটিং করে সফরকারীদের সামনে ২২৭ রানের মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লঙ্কানরা। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা মোহাম্মদ মিঠুনের দলকে এই লক্ষ্য তাড়া করে সিরিজে ফিরতে হবে।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। এ দিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ 'এ' দল।


ব্যাটিংয়ে নেমে ভালো সূচনার আভাস দেন স্বাগতিক দলের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং লাহিরু উদারা। কিন্তু তাঁদেরকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি বাংলাদেশ 'এ' দলের দুই পেসার আবু হায়দার রনি এবং এবাদত হোসেন।



promotional_ad

দলীয় ২৮ রানে ১৫ রান করা নিশাঙ্কাকে সাজঘরে ফেরান রনি। আরেক ওপেনার উদারা বড় ইনিংস খেলার লক্ষ্যে উইকেটে থিতু হয়ে ব্যাটিং করছিলেন। কিন্তু ২৩ রানে তাঁকে থামিয়ে দেন এবাদত হোসেন। দলটির অধিনায়ক আশান প্রিয়াঞ্জানকে ৭ রান তুলতেই সাজঘরে পাঠান সাইফ হাসান।


৮০ রানে শ্রীলঙ্কার তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেখান থেকে দলকে বড় সংগ্রহের বার্তা দেন কামিন্দু মেন্ডিস এবং প্রিয়ামাল পেরেরা। এই দুই ব্যাটসম্যান বাংলাদেশি বোলারদের ভুগিয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি, গড়েন ৭৮ রানের জুটি।


তাঁদের এই জুটি ভাঙেন স্পিনার আফিফ হোসেন। ৬১ রান করা মেন্ডিসকে ফেরান তিনি। সানজামুল ইসলাম ফেরান ৫২ রানের ইনিংস খেলা পেরেরাকে। এরপর আর কাউকে দাঁড়াতে দেননি বাংলাদেশি বোলাররা। যদিও শেষের দিকে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন চামিকা করুনারত্নে।


শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ব্যাটিং করে ৯ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা 'এ' দল। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম। একট করে উইকেট পেয়েছেন আবু জায়েদ রাহি, আফিফ হোসেন এবং সাইফ হাসান।



সংক্ষিপ্ত স্কোরঃ


শ্রীলঙ্কা 'এ' দলঃ ৫০ ওভারে ২২৬/৯ (মেন্ডিস ৬১, পেরেরা ৫২; রনি ২/৪২, সানজামুল ২/৪৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball