আইসিসির প্রথম নারী ম্যাচ রেফারি লক্ষ্মী

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো নিযুক্ত করা হয়েছে নারী ম্যাচ রেফারি। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্বে রাখা হয়েছে ভারতের নারী রেফারি জি এস লক্ষ্মীকে।
সংযুক্ত আরব আমিরাতে ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের দায়িত্বে থাকবেন তিনি। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে অভিজ্ঞ জেফ ক্রোকে রেখেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ৪৮৮টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার গেরহার্ডাস পিয়ানার এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ রেফারি। আসন্ন এই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে ১২জনকে রেখেছে আইসিসি।

অভিজ্ঞতা সম্পন্ন ম্যাচ অফিসিয়ালসদের দিয়ে টুর্নামেন্টটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির আম্পায়ার এবং রেফারি কমিটির সিনিয়র ম্যানেজার আড্রিয়ান গ্রিফিথ। তিনি বলেন, 'আমরা অঙ্গিকারবদ্ধ যে কোনো ম্যাচ কিংবা টুর্নামেন্টের জন্য ভালো ম্যাচ অফিসিয়ালসদের নিয়োগ দিতে।
এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এখানে খেলা ছয় দলের মধ্য থেকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। আমি আত্মবিশ্বাসী আমাদের অফিসিয়ালসরা ভালো কাজ করবে।'
গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্টের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালসদের নাম ঘোষণা করবে আইসিসি। এরপর সেমিফাইনাল শেষে জানানো হবে কারা ফাইনালে দায়িত্ব পালন করবেন।
ম্যাচ রেফারিঃ জেফ ক্রো, জি এস লক্ষ্মী এবং গেরহার্ডাস পিয়ানার।
আম্পায়ারঃ রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, লিনডন হানিবেল, স্যাম নোগাস্কি, আহমেদ শাহ পাকতিন, আলাহুদিয়ান পালেকার, রশিদ রিয়াজ, সুন্দারাম রবি, আহসান রাজা, শরফুদ্দোলা ইবনে শহীদ, অ্যালেক্স ওয়ার্ফ এবং রবিন্দ্র উইমালারসিরি।