মাহমুদউল্লাহর উইকেট, ধীরগতিতে শুরু করলেন তামিম

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক।
শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম সংগ্রহ করেছে ২৪ ওভারে এক উইকেটে ৮২ রান। উইকেটে আছেন তামিম ইকবাল (২৫*) এবং পিনাক ঘোষ (০*)।

ধীরগতিতে ইনিংস শুরু করেছেন দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিম। এখন পর্যন্ত ২৫ রান তুলতে ৭২ বল খেলেছেন তিনি। ৬৯ বলে ৫১ রান করে ফেরেন সাদিকুর। মাহমুদুল্লাহকে এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেন সাদিকুর।
চট্টগ্রাম বিভাগঃ- তামিম ইকবাল, সাদিকুর রহমান, মুমিনুল হক (অধিনায়ক), পিনাক ঘোষ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মাসুম খান, মেহেদী হাসান, নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন ও রনি চৌধুরী।
ঢাকা মেট্রোপলিটনঃ- সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব (অধিনায়ক), আল আমিন, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), সৈকত আলী, আরাফাত সানি, শহিদুল ইসলাম ও মেহরাব হোসেন।