promotional_ad

সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামছে ঢাকা বিভাগ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত আসরে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়ে এবার প্রথম স্তরে খেলছে ঢাকা বিভাগ। গতবার দ্বিতীয় স্তরে থাকায় শিরোপার লড়াইয়ে থাকতে পারেনি দলটি। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার।



promotional_ad

দলটির অধিনায়ক নাদিফ চৌধুরী জানিয়েছেন, সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামবে তাঁর দল। বৃহস্পতিবার রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের জাতীয় লিগ শুরু করবে দলটি। গত কয়েক আসরে প্রায় একই স্কোয়াড নিয়ে খেলায় এবারের আসরে নিজেদের কম্বিনেশকেই এগিয়ে রাখছেন ঢাকার দলপতি।


নাদিফ বলেন, ‘আমাদের শক্তির জায়গা বলব গত ৬-৭ বছর মোটামুটি একটি দল নিয়েই খেলছি। কয়েকটা পেস বোলার এসেছে, যারা বর্তমান জাতীয় দলে খেলে এসেছে। সব মিলিয়ে আমাদের টিম কম্বিনেশনটা খুব ভালো।’



জাতীয় লিগের আগে এবার বিপ টেস্টের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্টে পাস না করে জাতীয় লিগে খেলার অনুমতি মেলেনি। বিসিবির এই উদ্যোগের প্রশংসা করেছেন নাদিফ। এবারের আসরটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশাবাদী ঢাকা বিভাগের এই অধিনায়ক।

এ প্রসঙ্গে নাদিফ বলেন, ‘অবশ্যই জমজমাট হবে, কারণ এবার বোর্ড যে উদ্যোগটা নিয়েছিল ফিটনেসের ব্যাপারে; এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশ ভালো হয়েছে। এতে সবাই ফিটনেস নিয়ে সচেতন হয়েছে, ফিটনেস ভালো থাকলে মাঠেও ভালো খেলা সম্ভব। টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball