তারকাখচিত জাতীয় লিগ শুরু বৃহস্পতিবার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার। টুর্নামেন্ট শুরুর দিনে দুই স্তরের আটটি দলই মাঠে নামছে। সবগুলো ম্যাচই সকাল সাড়ে ৯টায় শুরু হবে। সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এই মাঠে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলবে তারকা সমৃদ্ধ ঢাকা মেট্রো। চট্টগ্রামের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। তাঁর অধীনে খেলবেন তামিম ইকবাল, সাদমান ইসলাম এবং নাঈম হাসানের মতো জাতীয় দলের ক্রিকেটাররা।
ঢাকা মেট্রোতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ এবং আমিনুল ইসলাম বিপ্লবরা। এদিন প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের হয়ে খেলবেন জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলামরা। ঢাকা বিভাগের হয়ে খেলবেন রকিবুল হাসান, শাহাদাত হোসেন এবং নাজমুল ইসলাম অপুর মতো জাতীয় দলে খেলা ক্রিকেটার।
প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হবে খুলনা বিভাগ। রংপুরের হয়ে খেলবেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভরা।
খুলনা বিভাগে তারকা খেলোয়াড়দের মধ্যে আছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান।
দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ লড়াই করবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। বরিশাল বিভাগের হয়ে খেলবেন কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুলরা।
ক্যারিয়ারের শুরু থেকে জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন আশরাফুল। এবার তাঁকে দলে নেয়নি মেট্রো। তাঁকে দলে ভিড়িয়েছে বরিশাল বিভাগ। শক্তিশালী দল রয়েছে সিলেটেরও। দলটির হয়ে খেলবেন অলক কাপালি, এনামুল হক জুনিয়রদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।