promotional_ad

শ্রীলঙ্কায় মিঠুন-বিজয়দের সিরিজ বাঁচানোর লড়াই

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে সফরকারী দল। ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে মোহাম্মদ মিঠুনের দল। শ্রীলঙ্কার হাম্বানটোটায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।


বুধবার সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচে দলের ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এনামুল হক বিজয়, মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা ছিলেন নিস্প্রভ।



promotional_ad

যে কারণে দলের খাতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ১১৭ রানের ছোট লক্ষ্যে সহজেই পৌঁছে যায় স্বাগতিকরা। সিরিজে পিছিয়ে থেকে বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে লড়বে মিঠুনের দল। এই ম্যাচে হারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।


দ্বিতীয় ম্যাচটি জিততে হলে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে ব্যাটসম্যানদের। সঙ্গে বোলারদেরও সেরা পারফরম্যান্সটা করতে হবে।


চারদিনের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেও জয় না পাওয়া লঙ্কানরা ওয়ানডে সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে আছে। ইতোমধ্যে সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে ঘরের মাঠে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। 



বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ এবং আবু হায়দার রনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball