promotional_ad

নিজের দিনে তামিম একাই খেলবেন, প্রত্যাশা মুমিনুলের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম ইকবাল। দলটির অধিনায়ক হিসেবে আছেন মুমিনুল হক।


জাতীয় লিগের ট্রফি উন্মোচনের পর মুমিনুল জানিয়েছেন, তামিমের কাছে এবারের আসরে খুব বেশি প্রত্যাশা নেই। বেশি প্রত্যাশা হিতে বিপরীত হতে পারে বলে ধারণা তাঁর। তামিম যেদিন ব্যাট হাতে ছন্দে থাকবেন, দলের কাউকে সেদিন কিছু করা লাগবে না বলে মনে করেন চট্টগ্রাম অধিনায়ক।



promotional_ad

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘প্রত্যাশা খুব বেশি না। প্রত্যাশা বেশি হলে ঝামেলা। তাঁর যতটুকু খেলার সামর্থ্য সেটা দিলেই হবে। আর যেদিন তিনি খেলবেন সেদিন অন্য কারও কিছু করা লাগবে না। এটা আমিও জানি, আপনারাও জানেন। সবাই জানে।’


সব ধরনের ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়েছিলেন তামিম। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। জাতীয় লিগ দিয়ে আবারও প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরবেন বাঁহাতি এই ওপেনার।


এ ছাড়া, মুমিনুল, তামিম, নাঈম হাসানদের জন্য এই টুর্নামেন্টটি নভেম্বরে ভারত সফরের প্রস্তুতিও। তাই এই টুর্নামেন্টটিকে গুরুত্ব সহকারে দেখছেন সব ক্রিকেটার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball