পরাজয় নিকটে আকবরবাহিনীর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২৮৬/৬, ওভার- ৪৮
তাশকফ ৬৫*, অশোক ১৫*; গালিব ৩/৬০, শরিফুল ১/২৭
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৫০ ওভারে ২৯৫/৮ (হৃদয় ৭৩, আকবর ৬৬; হ্যানকক ৩/৭৩, তাশকফ ২/৩৯)

পরাজয়ের দুয়ারে বাংলাদেশঃ শেষের দিকের খারাপ বোলিংয়ে হারের প্রহর গুনতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। স্বাগতিকদের অধিনায়ক তাশকফের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের দিকে এগোচ্ছে দলটি।
জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২ ওভারে ১০ রান।
খেলার মোড় ঘুরিয়ে দিলেন গালিবঃ হাতে থাকা ম্যাচ, কিন্তু ৪৬ তম ওভারে বোলিং করতে এসে খেলার মোড় ঘুরিয়ে দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসার গালিব। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য ৪০ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের।
এই অবস্থায় বোলিংয়ে এসে এক ওভারে ১৬ রান দিলেন ডানহাতি এই পেসার। এখন জয় জন্য ২৪ বলে ২৪ রান প্রয়োজন স্বাগতিকদের।
জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশঃ আকবর আলিদের দেয়া ২৯৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ৭ ওভারে ৫০ রান, হাতে আছে ৪ উইকেট।
দারুণ বোলিং করে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। ইতোমধ্যে তিন উইকেট ঝুলিতে পুরেছেন আহসানউল্লাহ গালিব। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম এবং অভিশেক দাস।
এর আগে আগে ব্যাটিং করে ২৯৫ রান সংগ্রহ করে আকবরের দল। তৌহিদ হৃদয় দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া অধিনায়ক আকবর খেলেছেন ৬৬ রানের অসাধারণ এক ইনিংস।