শ্রীলঙ্কায় ওয়ানডে মিশনে মিঠুন-বিজয়রা

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কায় ড্র দিয়ে চারদিনের ম্যাচের সিরিজ শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। এবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বেন মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়রা। ৯ অক্টোবর (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দুল। হাম্বানটোটায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।
চারদিনের ম্যাচের সিরিজে ফলাফল না পেলেও ওয়ানডে সিরিজ দিয়ে নিজেদের শক্তি দেখাতে চাইবে দুই দলই। ওয়ানডে দলের শক্তি বাড়াতে দেশ থেকে পাঁচ ক্রিকেটারকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়।

ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে সিরিজের জন্য ‘এ’ দলে ডাক পাওয়া আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ এবং আবু হায়দার রনি।
চারদিনের ম্যাচের অধিনায়ক মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি এবং সাদমান ইসলাম অনিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রথম চারদিনের ম্যাচ খেলেই দেশে ফেরেন সৌম্য। ৮ অক্টোবর বাংলাদেশে ফিরেছেন বাকিরা। ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে যোগ দেবেন এই ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ এবং ১২ অক্টোবর। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।
বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ এবং আবু হায়দার রনি।