র্যাঙ্কিংয়ে উন্নতি নেই বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নারী দলের র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত স্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি নারী দলগুলোর বাৎসরিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আগের অবস্থান নয় নম্বরেই আছে বাংলাদেশ নারী দল।
বেশ কয়েক বছর ধরেই সীমিত ওভারের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে একবার এশিয়া কাপ জেতা দলটি। ওয়ানডেতে ৪৮ এবং টি-টোয়েন্টিতে ১৯৬ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। তবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে ভারত রয়েছে পঞ্চম অবস্থানে। যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের পর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে আছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছে থাইল্যান্ড। ১১তম অবস্থানে আছে দলটি। ২০২০ টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের খেলার সুযোগ পেয়েছে দলটি। এই প্রথম বৈশ্বিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে থাইল্যান্ড।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে ৪০তম অবস্থানে ডেনমার্ক এবং মেক্সিকো ৪১তম অবস্থানে উঠে এসেছে।