promotional_ad

বিসিবির ভাবনায়ও ভিন্ন আচরণের উইকেট

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। প্রতি বছরই ক্রিকেটারদের পক্ষ থেকে দাবি ওঠে মানসম্মত উইকেটের। ভালো উইকেট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তবে এখনও ক্রিকেটারদের সন্তুষ্ট করতে পারেনি বিসিবি।


এবারের জাতীয় লিগ শুরুর আগে উইকেট নিয়ে নতুন চাওয়ার কথা জানিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। জাতীয় লিগে ব্যাটিং সহায়ক উইকেট, টার্নিং উইকেট এবং পেস বান্ধব উইকেটের দাবি তুলেছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এতে ইতিবাচক সাড়া দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।


তিনি জানিয়েছেন, মাঠ পরিচালনা কমিটি এ নিয়ে কাজ করছে। বোর্ডের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন নিজামউদ্দিন।



promotional_ad

সোমবার মিরপুরে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের সঙ্গে জাতীয় লিগের টাইটেল স্পন্সরশিপের চুক্তি করে বিসিবি। সেখানে নিজামউদ্দিন বলেছেন, ‘কিছু নির্দেশনা মাঠ পরিচালনা কমিটি থেকে দেয়া হয়েছে। উইকেট তৈরি, মাঠ তৈরির বিষয়ে কিছু নির্দেশনা তো দেয়া হবেই।’


ঘরোয়া ক্রিকেটে সব ধরনের উইকেটের ব্যবস্থা থাকা জরুরি। এতে বোলার-ব্যাটসম্যান সবাই নিজেদের সামর্থ্য দেখাতে সক্ষম হবে। শুধু তাই নয়, ভিন্ন আচরণের উইকেটে খেলে অভ্যস্ত হলে ক্রিকেটারদের বাইরের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হবে।


এনসিএল, বিসিএলে সব সময়ই স্পিনারদের রাজত্ব দেখা যায়। পেসাররা উইকেট থেকে সেভাবে সুবিধা পায় না। যে কারণে দলের পক্ষ থেকে সেভাবেই একাদশ সাজানো হয়।


এ ছাড়া প্রতিকূলতার সঙ্গে ব্যাটিং করতে হয় না ব্যাটসম্যানদের। খুব সহজেই বড় বড় ইনিংস খেলতে পারেন ব্যাটসম্যানরা। যদিও এমন উইকেটের বিপক্ষে নন রাজ্জাক।



তাঁর মতে, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি তিন ধরনের উইকেটে খেললে ভালো হবে। আমরা কিন্তু কোথাও কোথাও ব্যাটিং উইকেটও পেতে পারি। তখন আমাদের ব্যাটসম্যানদের যেন ওই চিন্তাটুকু থাকে যে, এই উইকেটে আমরা কীভাবে ব্যাটিং করব। কীভাবে লম্বা সময় ধরে খেলতে পারব।’


‘আর পেস বান্ধব কন্ডিশনে আমাদের বাইরে খেলতে হয়। এগুলো ঘরোয়া লিগেও থাকা উচিত। যদি প্রতিপক্ষের দুই-একটা স্পিনার থাকে, তাকে যেন আমাদের ভয় পেতে না হয়। তো আমরা যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে সেই প্রস্তুতি নিয়ে ফেলি, তাহলে ভালো। শুধু যে ঘাসের উইকেটে খেললেই হয়ে গেল, সেটা না।’ যোগ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি রাজ্জাক।


ভারত সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ জাতীয় লিগ। যে কারণে মানসম্মত উইকেট নিয়ে ভাবতেই হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball