সাকিবের ব্যর্থতার দিনে বার্বাডোজের হার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম তিন ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন তিনি। সাকিবের ব্যর্থতার দিনে প্রথম কোয়ালিফারায় ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ রানে হেরেছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
যদিও এখনো ফাইনালের ওঠার জন্য আরেকটি সুযোগ পাচ্ছেন সাকিব-জেসন হোল্ডাররা। ১১ অক্টোবর (শুক্রবার) দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্স বিপক্ষে খেলবেন সাকিবরা।
গায়ানার বিপক্ষে এ ম্যাচে বাঁহাতি স্পিনার সাকিবকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দুঃস্বপ্নের স্মৃতি মনে করিয়ে দেন ব্রেন্ডন কিং এবং শোয়েব মালিক। দুইজনে মিলে সাকিবের এক ওভারে ২৯ রান তুলে নেন। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়ান বার্ল সাকিবের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন।
শুধু সাকিবকে নয়, গায়ানার ওপেনার কিংয়ের হাত থেকে নিস্তার পায়নি বার্বাডোজের কোনো বোলারই। ৭২ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কিং, যেখানে ১০ চার এবং ১১ ছক্কা হাঁকিয়েছেন তিনি। গায়ানার অধিনায়ক মালিক খেলেছেন ১৯ বলে ৩২ রানের ইনিংস।

৩ বলে দুই ছক্কায় ১২ রান নেন নিকোলাস পুরান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া গায়ানা এদিন ২০ ওভারে ২১৮ রান সংগ্রহ করে। তাদের মাত্র তিনটি উইকেট তুলে নিতে পারে বার্বাডোজের বোলাররা।
সর্বোচ্চ দুই উইকেট পেয়েছেন হেইডেন ওয়ালশ। হোল্ডার পেয়েছেন একটি। সবচেয়ে খরুচে বোলিং করেছেন সাকিব এবং হ্যারি গুর্নে। ৪ ওভার হাত ঘুরিয়ে দুইজনে দিয়েছেন ৪৬ রান, কেউই পাননি কোনো উইকেট।
বিশাল এই রানের পাহাড় পাড়ি দিতে পারেননি বার্বাডোজের ব্যাটসম্যানরা। বল হাতে ব্যর্থতার পরিচয় দেয়া সাকিব ব্যাট হাতেও ছিলেন নিষ্প্রভ। ৯ বলে ৫ রানের ইনিংস খেলেছেন তিনে নামা এই ব্যাটসম্যান।
এর আগে দুই ওপেনার দলকে এনে দেন ৩২ রানের জুটি। ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি বার্বাডোজের কোনো ব্যাটসম্যান। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন জোনাথান কার্টার।
এ ছাড়া অ্যালেক্স হেলস ৩৬, হোল্ডার ২৯ রান সংগ্রহ করতে পেরেছেন। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানে থামেন সাকিবরা। ৩০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বার্বাডোজ।
গায়ানার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট পেয়েছেন ইমরান তাহির এবং ওডিন স্মিথ। একটি উইকেট তুলে নেন মালিক।
সংক্ষিপ্ত স্কোরঃ
গায়ানা আমাজন ওয়ারিয়র্সঃ ২০ ওভারে ২১৮/৩ (কিং ১৩২*, মালিক ৩২; ওয়ালশ ২/৪২, সাকিব ০/৪৬)
বার্বাডোজ ট্রাইডেন্টসঃ ২০ ওভারে ১৮৮/৮ (কার্টার ৪৯, হেলস ৩৬; শেফার্ড ৩/৫০, তাহির ২/১৩)