বিপ টেস্টে ১২ তোলা অসম্ভবঃ রাজ্জাক
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগ উপলক্ষে যেভাবে বিপ টেস্ট হচ্ছে, সেই প্রক্রিয়ার সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।
রাজ্জাকের মতে, বিপ টেস্ট প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনারদের জড়িত করা উচিত। তাহলে প্রক্রিয়াটি আরও সুস্পষ্টভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
বাঁহাতি এই স্পিনার বলেন, ‘আমাদের এখন ক্রিকেট বোর্ডের আন্ডারে অনেক ট্রেইনার আছে। ওরা যদি সবাইকে নিয়ে কাজ করে তাহলে ভালো হবে। আসলেই যারা ফিট আছে, তারা ফিট থেকেই খেলবে। আমি নিশ্চিত যে ট্রেইনাররা আরো বুঝবে যে কাদের জন্য কতো দেয়া উচিত, কাদের জন্য কী নিয়ম করা উচিত।’
‘যেহেতু প্রথম দুই বছর হয়েছে, এর পরের বছর দেখবেন আরো গোছালোভাবে হবে। ধরেন আমাকে যদি বলা হয় ১২ তে বিপ টেস্ট দিতে হবে, সেটা আমার জন্য আসলেই কঠিন, প্রায় অসম্ভব।’ যোগ করেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য।
বিপ টেস্টে নম্বর তোলা কঠিন হয়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য। কারণ ফিটনেস টেস্টের মাত্র দুই সপ্তাহ আগেই ক্রিকেটারদের এই ব্যাপারে অবগত করা হয়েছে। যে কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ক্রিকেটাররা সুবিধা করতে পারেননি।
রাজ্জাক আরও বলেন, ‘গত বছর এক সপ্তাহ কিংবা এর একটু আগে থেকে বলা হয়েছে যে বিপ টেস্ট হবে। যা যা হবে সবকিছু জানিয়ে শুরু হয়েছিল। এবার কিন্তু আরেকটু আগে, মানে দুই-তিন সপ্তাহ আগে বলা হয়েছে।’
যদিও বিপ টেস্ট থেকে ইতিবাচক দিকটিই খুঁজে নিচ্ছেন রাজ্জাক, ‘আমি মনে করি ফিট থাকা দরকার আছে। খেলতে হলে ফিট থাকতে হবে। পারফরম্যান্সের আগে ফিটনেস, এটা বলা ভুল হবে। তবে যদি আপনার খেলতে হয় তাহলে ফিটও থাকতে হবে। কারণ ফিট না থাকলে আপনি পারফর্ম করতে পারবেন না।’
