বিগ ব্যাশের পথে রুমানা-নিগার
ছবি: ছবিঃ ফেসবুক

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় মেয়েদের ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি। এ কারণে রবিবার (৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন এ দুজন।
এই আসরে রুমানা খেলবেন হোবার্ট হারিকেনসের হয়ে। নিগার খেলবেন মেলবোর্ন স্টার্সের হয়ে। আগামী ১৮ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে মেয়েদের বিগ ব্যাশের পঞ্চম আসরের। জমজমাট এই আসর চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বেশিদিন অবশ্য বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন না রুমানা-নিগার। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানে খেলতে যাচ্ছে জাতীয় নারী দল।
এ কারণে বিগ ব্যাশ শুরুর কিছুদিন পরই দেশে ফিরে আসবেন রুমানা ও নিগার। দেশে ফিরে দলের সঙ্গে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার কথা তাঁদের।
বিগ ব্যাশে এর আগেও ডাক পেয়েছেন অলরাউন্ডার রুমানা। ২০১৭ সালে ব্রিসবেন হিটের দলে ছিলেন তিনি। এ ছাড়া অফ স্পিনার খাদিজাতুল কুবরাকে দলে ভেড়ায় মেলবোর্ন স্টারর্স। সেবার অবশ্য ম্যাচ খেলতে পারেননি এ দুজন।
এবার রুমানা ও নিগার ম্যাচ খেলার ব্যাপারে যার যার ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন।
