promotional_ad

মাহমুদুলের সেঞ্চুরিতে যুবাদের সিরিজ জয়

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল আকবর আলীর দল।


নিউজিল্যান্ডের লিঙ্কনে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমেছে কিউইরা। ফারগাস লেলম্যানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২২৩ রান করে তারা।



promotional_ad

লেলম্যান এ দিন করেন ১৩৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কা সহযোগে ১১৬* রান। এ ছাড়া উল্লেখ করার মতো রান করেননি কিউই কোনো ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ দুটি উইকেট পান।


তুলনামূলক কম রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং তানজিদ হাসান ও তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে ৭৯ বল হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ।


আগের দিন ৯৯ রানে আউট হওয়া জয় এ দিন করেন ৯৫ বলে অপরাজিত ১০৩ রান। ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছয়ের মার। এ ছাড়া তানজিদ ৬৫ ও তৌহিদ হৃদয় অপরাজিত ৫১ রান করেন। 



একই ভেন্যুতে আগামী ৯ এবং ১৩ অক্টোবর সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলঃ ৫০ ওভারে ২২৩/৮ (লেলম্যান ১১৬*, ডিকসন ২৩*; অভিষেক ২/২৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ৩৬.৫ ওভারে ২২৯/২ (জয় ১০৩*, তানজিদ ৬৫, তৌহিদ ৫১*; অশোক ১/৪০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball