promotional_ad

ব্যাটে-বলে শ্রীলঙ্কায় দ্বিতীয় দিনও বাংলাদেশের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ 'এ' দল। অধিনায়ক মুমিনুল হকের অনবদ্য সেঞ্চুরি এবং সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে ১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী দল। এ দিন দুই সেশন ব্যাটিং করে সাত উইকেটের বিনিময়ে ২৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।


ব্যাটসম্যানদের আগে বল হাতে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের অধীনে এনে দেন মেহেদী হাসান মিরাজ। তাঁর অসাধারণ বোলিংয়ে দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা 'এ' দল।


২২৩ রান এবং ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করা স্বাগতিকরা ২৬৮ রানেই গুঁটিয়ে যায়। লঙ্কান শিবিরে তাণ্ডব চালিয়ে একাই ৭ উইকেট তুলে নেন অফ স্পিনার মিরাজ। এ ছাড়া পেসার এবাদত হোসেন দুটি উইকেট পেয়েছেন এবং সালাউদ্দিন শাকিল পেয়েছেন ১ উইকেট।


লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা। এ ছাড়া কামিন্দু মেন্ডিস খেলেছেন ৬২ রানের ইনিংস। দ্বিতীয় দিনে লঙ্কানদের হাল ধরা চারিথ আশালঙ্কা ৪৪ রান করেছেন।



promotional_ad

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে ১ রানে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলাম। দলীয় ২২ রানে তিনে নামা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকেও হারায় বাংলাদেশ।


ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে পথ দেখান ওপেনার সাদমান এবং চারে নামা মুমিনুল। দারুণ ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের নাস্তানাবুদ করেন দুই বাঁহাতি। দুইজনে মিলে ১৫৪ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন।


হাফ সেঞ্চুরি হাঁকানোর পর ৭৭ রানের ইনিংস খেলে সাদমান আউট হলেও দলের ঢাল হয়ে ছিলেন মুমিনুল। সাদমানের বিদায়ের পর মোহাম্মদ মিঠুন ২১ রানের ইনিংস খেলে মুমিনুলকে সঙ্গ দিয়েছেন। কিন্তু এরপর মিডল অর্ডারে ধস নামে। কিন্তু একপ্রান্ত আগলে রেখেছিলেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক।


শেষ পর্যন্ত ১৯০ বলে ১১৭ রানের ইনিংস খেলে হার মানতে হয় তাঁকে। নিজের ইনিংসটি ১৫ চার এবং ১ ছক্কায় সাজিয়েছেন মুমিনুল। দলকে দুই রানের লিড এনে দিয়েই ফেরেন তিনি। এরপর দলের হাল ধরেছেন নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ।


সোহান ৩৫ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। মিরাজ অপরাজিত আছেন ৬ রানে। দ্বিতীয় দিনে ৭ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ২৮৩। স্বাগতিকদের হয়ে এদিন ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২ উইকেট নিয়েছেন প্রবাথ জয়সুরিয়া।



দ্বিতীয় দিনের মতো প্রথম দিনও নিজেদের করে নেয় সফরকারীরা। প্রথম দিন মিরাজ এবং এবাদতের বোলিংয়ে টস জিতে আগে ব্যাটিং করা লঙ্কানদের ২২৩ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোরঃ


শ্রীলঙ্কা 'এ' দলের প্রথম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৬৮/১০, (পাথুম ৮৫, কামিন্দু ৬২, মিরাজ ৭/৮৪, এবাদত ২/৬২)


বাংলাদেশ 'এ' দলের প্রথম ইনিংসঃ ২৮৩/৬, ওভার- ৬৭ (মুমিনুল ১১৭, সাদমান ৭৭; সিরাজ ৩/৫৬, প্রবাথ ২/৮১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball