promotional_ad

সত্তরের ঘরে থামলেন সাদমান

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ 'এ' দলের প্রথম ইনিংসঃ ১৯০/৩, ওভার- ৪৩


মুমিনুল ৮৩*, মিঠুন ১১*; মোহাম্মদ সিরাজ ২/৯


শ্রীলঙ্কা 'এ' দলের প্রথম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৬৮/১০, (পাথুম ৮৫, কামিন্দু ৬২, মিরাজ ৭/৮৪, এবাদত ২/৬২)


ফিরলেন সাদমানঃ ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সাদমান। দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্যাটিংশৈলী দেখিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু পৌঁছাতে পারলেন না লক্ষ্যে। তার আগেই ফিরে গেলেন সাজঘরে।



promotional_ad

১০৪ বলে ইনিংসটি ৮ চার এবং ১ ছক্কায় সাজিয়েছেন বাঁহাতি এই ওপেনার। তবে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন অধিনায়ক মুমিনুল। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ব্যাটিং করছেন ৮৩ রানে।


তাঁকে সঙ্গ দিতে নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন মোহাম্মদ মিঠুন। তিনি ব্যাটিং করছেন ১১ রানে। 


হাফ সেঞ্চুরি মুমিনুলেরঃ দুর্দান্ত ব্যাটিং করছেন মুমিনুল হক। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে তুলে নিয়েছেন দারুণ এক হাফ সেঞ্চুরি।


৬৩ রানে ব্যাটিং করছেন এই বাঁহাতি। তাঁকে সঙ্গ দিচ্ছেন সাদমান। তিনি ব্যাটিং করছেন ৬১ রানে। তাঁদের দুইজনের ব্যাটে বড় সংগ্রহের আভাস পাচ্ছে বাংলাদেশ শিবির। ইতোমধ্যে ১৩৭ রান তুলে নিয়েছে বাংলাদেশ।


সাদমানের হাফ সেঞ্চুরিঃ দলের বিপর্যয়ে হাল ধরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। সিলাঙ্কা 'এ' দলের বিপক্ষে ইতোমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ২২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ 'এ' দলকে ভিত গড়তে সাহায্য করছেন এই বাঁহাতি।


৫৩ রানে ব্যাটিং করছেন সাদমান। তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি ব্যাটিং করেছেন ৩২ রানে। তাঁদের দুইজনের জুটিতে ২২ ওভার শেষে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।



শুরুতেই উইকেট হারাল বাংলাদেশঃ শ্রীলঙ্কান বোলিংয়ের সামনে দিকহারা বাংলাদেশ 'এ' দল। ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। লঙ্কান বোলার মোহাম্মদ সিরাজ একাই বাংলাদেশের টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।


ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ১ রান নেয়া অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলাম। এরপর তিনে নামা ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি।


৯ রান তুলতেই ফিরেছেন তিনিও। বর্তমানে উইকেটে আছেন সাদমান ইসলাম এবং অধিনায়ক মুমিনুল হক। সাদমান ব্যাটিং করছেন ২৩ রান, মুমিনুল ৫।


এর আগে প্রথম ইনিংসে ২৬৮ রান নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। যেখানে বিধ্বংসী বোলিং করে ৭ উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হসান মিরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball