দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১০ মাস পর টেস্ট দলে ডাক পেয়েছেন ভারতের রোহিত শর্মা। সুযোগ পেয়েছেন নিজের পছন্দের পজিশন ওপেনিংয়ে ব্যাটিং করার। দুই হাতে সুযোগটি লুফে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।
টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলেন রোহিত। দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। বর্তমানে ব্যাটিং করছেন ৮৪ রানে।

ঘরের মাঠে এটি রোহিতের টানা সপ্তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস। এরই সঙ্গে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তিনি। দেশের মাটিতে টানা সবচেয়ে বেশি ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান একমাত্র ব্যাটসম্যান এখন রোহিত।
তিনি ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে। ১৯৯৭ এবং ১৯৯৮ সালে টানা ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন দ্রাবিড়।
এতো বছর ধরে এটি ছিল কোনো ভারতীয় ব্যাটসম্যানের ঘরের মাঠে সর্বোচ্চ টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দ্রাবিড়ের রেকর্ডে ভাগ বসান এই ডানহাতি।
দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে দ্রাবিড়কে পেছনে ফেললেন রোহিত। ঘরের মাঠে পঞ্চাশ ছাড়ানো রোহিতের সাতটি ইনিংস যথাক্রমে ৮২, ৫১*, ১০২*, ৬৫, ৫০*, ১৭৬ এবং ৮৪*।