promotional_ad

সাকিবদের পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবিতে বৈঠক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী বছর পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ দল। যদিও এই ব্যাপারে এখনও প্রাথমিক আলোচনা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। অবশ্য শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়াতেই নয়, পাকিস্তান সফরের ব্যাপারে মতামত দিবে বাংলাদেশ সরকারও।


দীর্ঘ দশ বছর পর ঘরের মাটিতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো বড় দলের বিপক্ষে খেলছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে অবশ্য নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে দেশটি। তবে এসবে এখনই আকৃষ্ট হচ্ছে না বিসিবি।


promotional_ad

শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'পাকিস্তানে খেলার ব্যাপারে নিরাপত্তার কথা বলব। আমাদের মাননীয় বোর্ড সভাপতি যেটা বলেন সবসময়, যে নিরাপত্তা ইস্যু আমাদের বড় ইস্যু। এটাই আসল। এছাড়া সিদ্ধান্ত যে শুধু ক্রিকেট বোর্ডের তা না।


আমরা কোথায় খেলব, সিদ্ধান্তটা এখনও পুরোপুরি হয়নি। আমরা দুবাই খেলব নাকি পাকিস্তানে খেলব সেটা আলোচনার ওপর। তো কথাবার্তা চলছে। হয়তো দশদিনের মধ্যেই সেটা ফাইনাল হবে। এই সিদ্ধান্তটা বোর্ড সভায় হতে হবে। আমাদের সবুজ সংকেত কিন্তু দুইদিক (বিসিবি ও বাংলাদেশ সরকার) থেকেই আসতে হবে।'


নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাননি লঙ্কান দশ ক্রিকেটার। এই তালিকায় আছেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে, টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, সুরাঙ্গ লাকমল, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকভেলা।


নিয়মিত দুই অধিনায়কের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার ওয়ানডে দলের দায়িত্ব পালন করেন লাহিরু থিরিমান্নে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন দাসুন শানাকা। ইতোমধ্যেই ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball