হাফ সেঞ্চুরি করে বড় সংগ্রহের পথে মুমিনুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলের প্রথম ইনিংসঃ ১৩৭/২, ওভার- ২৯
সাদমান ৬১*, মুমিনুল ৬৩*; মোহাম্মদ সিরাজ ২/৯
শ্রীলঙ্কা 'এ' দলের প্রথম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৬৮/১০, (পাথুম ৮৫, কামিন্দু ৬২, মিরাজ ৭/৮৪, এবাদত ২/৬২)

হাফ সেঞ্চুরি মুমিনুলেরঃ দুর্দান্ত ব্যাটিং করছেন মুমিনুল হক। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে তুলে নিয়েছেন দারুণ এক হাফ সেঞ্চুরি।
৬৩ রানে ব্যাটিং করছেন এই বাঁহাতি। তাঁকে সঙ্গ দিচ্ছেন সাদমান। তিনি ব্যাটিং করছেন ৬১ রানে। তাঁদের দুইজনের ব্যাটে বড় সংগ্রহের আভাস পাচ্ছে বাংলাদেশ শিবির। ইতোমধ্যে ১৩৭ রান তুলে নিয়েছে বাংলাদেশ।
সাদমানের হাফ সেঞ্চুরিঃ দলের বিপর্যয়ে হাল ধরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। সিলাঙ্কা 'এ' দলের বিপক্ষে ইতোমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ২২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ 'এ' দলকে ভিত গড়তে সাহায্য করছেন এই বাঁহাতি।
৫৩ রানে ব্যাটিং করছেন সাদমান। তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি ব্যাটিং করেছেন ৩২ রানে। তাঁদের দুইজনের জুটিতে ২২ ওভার শেষে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
শুরুতেই উইকেট হারাল বাংলাদেশঃ শ্রীলঙ্কান বোলিংয়ের সামনে দিকহারা বাংলাদেশ 'এ' দল। ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। লঙ্কান বোলার মোহাম্মদ সিরাজ একাই বাংলাদেশের টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ১ রান নেয়া অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলাম। এরপর তিনে নামা ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি।
৯ রান তুলতেই ফিরেছেন তিনিও। বর্তমানে উইকেটে আছেন সাদমান ইসলাম এবং অধিনায়ক মুমিনুল হক। সাদমান ব্যাটিং করছেন ২৩ রান, মুমিনুল ৫।
এর আগে প্রথম ইনিংসে ২৬৮ রান নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। যেখানে বিধ্বংসী বোলিং করে ৭ উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হসান মিরাজ।